
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে।
আহত শিক্ষার্থীর বাবা আল আমীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রাতে আহত শিক্ষার্থী তমালের বাবা আল আমিন বাদী হয়ে শিক্ষক রায়হান শরিফকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
এর আগে সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের ডান পায়ে গুলি করেন শিক্ষক রায়হান। চিৎকার শুনে সহপাঠীরা এসে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
ঘটনার পর ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.