রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় আরও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধারের কথাও জানায় সংস্থাটি।
এছাড়া আরও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন দমকল বাহিনীরা কর্মীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা নাগাদ ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, বেইলি রোডের আগুনের ঘটনায় হতাহত মোট ১৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর মধ্যে ৯ জন মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.