জামালপুর প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, গত ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি প্রহসনের সাজানো, পাতানো কালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ওই নির্বাচনে বিএনপির আহবানে শতকরা ৯০ ভাগের অধিক জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে ভোট বর্জন করেছেন। এরকম একটি ভোটারবিহীন নির্বাচন দিয়ে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ স্বভাবসুলভভাবে ২০১৪ এবং ২০১৮ সালের মত আবার ক্ষমতার মসনদ দখল করেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসীজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা মৎস্যজীবী দল আয়োজিত র্যালী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ডা. জুনায়েদ হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের দয়াময়ী মোড় থেকে র্যালী বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ওয়ারেছ আলী মামুন আরও অভিযোগ করে বলেন, জাতীয় সংসদে (আওয়ামী লীগ) তাদের দলের প্রতিনিধিদেরকে বসিয়েছেন। আজকে যারা জাতীয় সংসদে জনগণের নামধারী প্রতিনিধি ও জাতীয় সংসদে যারা নৌকা প্রতীক নিয়ে গিয়েছে তারাও আওয়ামী লীগ ও যারা নৌকা প্রতীকের বাইরে গিয়েছে তারাও আওয়ামী লীগের লোক। এই সংসদে আওয়ামী লীগের বাইরে দেশের কথা, জনগণের কথা, স্বাধীনতার কথা ও গণতন্ত্রের কথা বলার মত কেউ নাই।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.