জামালপুর প্রতিনিধি
জামালপুর উদ্যোক্তা ফোরাম (JUF) নামে একটি গ্রুপ হ্যাকাররা হ্যাক করে তাদের দখলে নিয়েছে। ৮০ হাজারের অধিক এই গ্রুপে উদ্যোক্তাদের কর্মসংস্থানের একটি প্লাটফর্ম।
গত ২৪ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টার সময় গ্রুপটি হ্যাক হওয়ার বিষয়টি বুজতে পারেন গ্রুপটির এডমিন দোলন সোম।
জামালপুর উদ্যোক্তা ফোরামের এডমিন দোলন সোম জানান, জামালপুর উদ্যোক্তা ফোরাম (JUF) নামে একটি গ্রুপ খুলে দীর্ঘদিন ধরে সুনামের সাথে উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন পণ্য প্রদর্শনী ও বিক্রয় করে আসছি। আমার গ্রুপটি চালানোর জন্য একজন সহযোগী মডারেটরও নিয়োগ দেয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আমি আমার ব্যবহৃত মোবাইল ফোনে দেখি কে বা কারা আমার গ্রুপটি হ্যাক করে গ্রুপের নাম এবং ছবি ব্যবহার করে নতুন একটি গ্রুপ খুলেছে যারলিংক https://www.facebook.com/groups/1789959018172028/?ref=share&mibextid=NSMWBT। পরবর্তীতে আমি ২৫ ফেব্রুয়ারি গ্রুপের বিষয়ে জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করি।
তিনি আরও জানান, অজ্ঞাতনামা ব্যক্তি আমার গ্রুপ ব্যবহার করে আামদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ক্ষতি করতে পারে তাই থানায় একটি জিডি করেছি। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.