জামালপুর প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬) এবং ভেলা পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন টিকাদারের ছেলে সিনহাত টিকাদার (১৬)। নিহত কাকন ও সিনহাত তারা বন্ধু। তারা দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতেছিলেন। এসময় কাচারীপাড়া এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে দুইজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হতাদের মৃত ঘোষনা করেন।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী খান জানান, দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.