শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সারাদেশে মোট ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অনিয়মের এসব ঘটনায় ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রশাসনের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন বা পুলিশের আচরণে দু-চারটা অভিযোগ ছাড়া তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাদের বদলি করা হয়েছে। অনেকের দাবি ছিল, ব্যালট পেপার সকালে প্রেরণ করা। ৯০ শতাংশ জায়গায় সকালেই ব্যালট পৌঁছে গেছে। দূর্গম এলাকায় আগের রাতে পাঠানো হয়েছিল।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল। তবে এখনও সম্পূর্ণ ফলাফল আসেনি উল্লেখ করে সংখ্যাটি আরও বাড়তে বা কমতে পারে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.