জামালপুর প্রতিনিধি।।
জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করে ভোটারদের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
তিনি ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.