স্টাফ রিপোর্টার-
মাদারীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫২) মারা গেছেন। রবিবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম করোনাভাইরাস পজিটিভ হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ ভোররাতে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ নিয়ে মাদারীপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ জন মৃত্যুবরণ করেছেন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৩৫০ জন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.