এবারের নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসতে পারলে কী কী করবে সেটা জানিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে আওয়ামী লীগ। এতে সাংবাদিকদের জন্যও একটি সুখবর রয়েছে। আবার ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩' অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
দশম ওয়েজবোর্ড গঠনের প্রক্রিয়া চলমান জানিয়ে সরকারপ্রধান বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তাকে আরও সম্প্রসারণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.