ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ধলেশ্বরী ১নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অবস্থিত গোডাউনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন ভয়াবহ আকার ধারণ করায় ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যাওয়ার জন্য রওনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এসব বিষয়ে বিস্তারিত জানাতে পারবে ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.