চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
স্থানীয়রা জানান, জাহাজটি চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফির। এ সময় নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পান জাহাজে থাকা ১৩ শ্রমিক।
ওসি একরাম উল্লাহ বলেন, নোঙর করা ওই জাহাজে মোট ১৩ শ্রমিক ছিলেন। জাহাজডুবির সময় ১২ জন এবং পরবর্তী সময়ে আরও একজন নদী থেকে উঠে আসেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.