গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সাইফুল মল্লিক নামে এক যুবক (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে ঘটনাটি ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম এতথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া যুবক সাইফুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকন উদ্দিন মল্লিকের ছেলে।
ওসি ফিরোজ আলম জানান, নিহত সাইফুল মল্লিক পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যান গাড়িতে করে পালানোর চেষ্ঠা করেন। এ সময় ছাগল মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে। দেওয়ান বাড়ী ব্রিজে ওঠার সময় ভ্যানটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন সাইফুল মল্লিককে ধরে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় সাইফুল মল্লিককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল মল্লিককে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ছাগলের মালিক ওমর আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.