মাদারীপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য মাদারীপুরে ১, ২ ও ৩ নং আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ১৭জন। মনোনয়ন পত্র সংগ্রহও করেছিলেন মোট ১৭জন। কেউ বাদ যায়নি। বিষয়টি নিশ্চত করেছেন জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর-১, সংসদীয় আসন ২১৮ এ মনোনয়ন দাখিল করেছেন মোট ৪জন। তারা হলেন-আওয়ামীলীগের প্রার্থী নূর-ই আলম চৌধুরী, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো: তোফাজ্জেল হোসেন, জাতীয় পার্টির পক্ষ থেকে মো: মোতাহার হোসেন এবং জাকের পার্টির প্রার্থী মো: মাসুদ শিকদার।
মাদারীপুর-২ (রাজৈর এবং সদরের একাংশ) সংসদীয় আসন ২১৯ এ মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫ জন। তারা হলেন আওয়ামীলীগের পক্ষ থেকে শাজাহান খান, জাকের পার্টির মো: আসাদুজ্জামান আকন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুজন এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির সুবল চন্দ্র মজুমদার।
মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) সংসদীয় আসন ২২০ এ মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৮জন। মাদারীপুরে তিনটি আসনের মধ্যে সবচেয়ে বেশী মনোনয়ন দাখিল করেছে মাদারীপুর-৩ এর সংসদীয় আসন ২২০। দাখিল করেছে যারা তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া, জাকের পার্টির মো: ইকবাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোসা: তাহমিনা বেগম, কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে শিল্পী নকুল কুমার বিশ^াস, স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান শাহিন, জাতীয় পার্টির মো: আব্দুল খালেক, তৃণমুল বিএনপির পক্ষ থেকে প্রবীণ হালদার এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি এস পি) প্রার্থী নিতাই চক্রবর্তী।
মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নী কর্মকর্তা মোহাম্মাদ মারুফুর রশিদ খান জানান, আজকে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। আমরা এই শেষ দিনে আমাদের কাছে মোট ১৭ জন মনোনয়ন দাখিল করেছে। আমরা খুবই স্বচ্ছতার সাথে সবকিছু করছি। আসাকরি সবকিছুই স্বচ্ছতা থাকবে।
ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.