মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলিতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ ২০ হাজার টাকা ও এক বস্তা চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বিকেলে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে নিহতের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা পৌছে দেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা।

শুক্রবার ঘূর্ণিঝড় মিধিলিতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরের সোবাহান মৃধার স্ত্রী সাহানাজ বেগম নিহত হওয়ায় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খানের নির্দেশনায় পরিবারের সদস্যদের কাছে নগদ ২০ হাজার টাকা ও এক বস্তা চালসহ খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন কালকিনি নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাহা। এসময় আরও উপস্থিত উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.