মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করায় স্বাগত জানিয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ মিছিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আনন্দ শোভাযাত্রাটি উপজেলায় বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সড়ক ৭১ চত্বর এসে শেষে আলোচনা সভ করা হয়। এছাড়া গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল করা হয়েছে।
আলোচনা সভায় ও আনন্দ শোভাযাত্রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাজাহান মোল্লা সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোতা খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সাধারন সম্পাদক এ কে এম নাসিরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবোরো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়া নির্বাচনের আগ পর্যন্ত যে কোন পরিস্থিতি থেকে বিএনপি জামাতের নাশকতা ঠেকাতে রাজপথের থাকার অঙ্গিকার প্রত্যয় ব্যাক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.