মাদারীপুর প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। বুধবার রাতে শহরের সরকারি কলেজ সংলগ্ন সার্বিক ফুড ভিলেজে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে তিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী। তার দীর্ঘ দিনের রাজনৈতিক ইতিহাস সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানান। এবং জননেত্রী শেখ হাসিনা যেন তাকে মাদারীপুর সংরক্ষিত নারী আসনে কাজ করতে দেন সেই আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফারজানা নাজনিন, সিনিয়র সহ-সভাপতি মিসেস নাহার, পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি বিথি আক্তার,পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তারসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.