গত সোমবার (৩০ অক্টোবর) উদ্বোধনী মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী এ মাহফিল শুরু হয়ে চলে ৫ দিন। পরে শুক্রবার (৩ নভেম্বর) রাত একটায় আখেরি মোনাজাত করেন বাংলাদেশের প্রখ্যাত আলেম মাহমুদপুর মারকাযে তালীমুন সুন্নাহর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও: আব্দুল খালেদ শরীয়তপুরী।
নরসিংদীর মোহাদ্দেস নুরিয়া মাদরাসার মোহতামিম আল্লামা আজিজুর রহমান নাসিমের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন, আল্লামা রহুল আমিন (রহ:) এর ঔরসজাত পৌত্র ও ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট আমিনীয়া দরবারে গদিনশীল পীর ও আরাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও: শরীফুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, মাহফিল কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সরদার, মো. ফজলুল হক, ছিন্টু মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.