আসন্ন ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে আওয়ামী লীগের আগে যে সিদ্ধান্তে ছিল, তা অনড় বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক বলেন, কোথায় সমাবেশ করতে অনুমতি দেবে, সেটা পুলিশের সিদ্ধান্ত।
এর আগে সৈয়দ আবুল হোসেনের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের। পরে জানাজা শেষে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
এছাড়াও এ দিন মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.