তোমাকে ঘুমোতে দেখে।
কামরুজ্জামান রাজন
তোমাকে ঘুমোতে দেখে-
শরতের দুপুর ছুয়ে আমার দিকে ছুঁটে আসে একরাশ কবিতা;
রোদ আর মেঘের লুকোচুরিতে দেখতে পাই আচ্ছাদিত মায়া,
টের পাই বাতাস জড়িয়ে সে মায়া ধেয়ে আসছে গোপন প্রেমের আবেদন নিয়ে
দেখি কিছু গাছের পাতা স্নান সেরে আসা নব বধূর মত আমাকে দেখে লাজুক হাসছে
সে হাসিতে অনর্গল বলে যাচ্ছে বহমান প্রেমের সাতকাহন।
ক্রমাগত সে প্রেমে নিমজ্জিত হওয়ার আনন্দে সোনালি ওম ছেড়ে নেচে বেড়ায় বুনো হাঁস
খসে পরা পালক সমূহ আলোকিত হয়ে জ্বলে কচি ঘাসের বনে।
সে আলোয় ভেসে ওঠে তোমার মুখোচ্ছবী
জেগে ওঠে খড়স্রোতা নদীর মাঝে আমার তৃপ্ত মনের বালুচর।
এসো দুজন মিলে নরোম চরের বুকে প্রেমের কবিতা আঁকি।
এজি লাভলু/LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.