মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে শুক্রবার থেকে। জামালপুরে এই উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে সকলকে উপহার দেওয়ার জন্য প্রত্যেকটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।
শুক্রবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
তিনি জানান, এবার জামালপুর জেলায় ২০৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। 'ধর্ম যার যার উৎসব সবার' এই বিষয়টি সামনে রেখে শারদীয় দুর্গোৎসব যাতে সবাই সুন্দরভাবে পালন করতে পারে এ উপলক্ষে প্রত্যেকটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, পূজামন্ডপগুলো ঘিরে রয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পোশাকি পুলিশ সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, র্যাব, সাদা পোশাকে পুলিশ সদস্যরা ডিউটিতে থাকবে। এছাড়াও থাকছে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, সোহেল রানা, সোহরাব হোসাইন, সহকারী পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত এম এম ময়নুল ইসলাম, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক সফিউর রহমান ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.