শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাবে-৬।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার পোনা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী উপজেলাধীন জঙ্গল মুকুন্দপুর গ্রামের মৃত. ফজলেআর শেখের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(৩৫),খায়েরহাট গ্রামের মোঃ ফিরোজ শেখের ছেলে ফয়সালা শেখ(২৮),বরাশুর গ্রামের লুৎফর রহমান খানের ছেলে মহসিন খান(২৯),জঙ্গল মুকুন্দপুর গ্রামের মোঃ বাসু শেখের ছেলে মোঃ শফিক শেখ(২৬),বরাশুর গ্রামের রিপন খানের ছেলে নবীন খান(২৩)।
ভাটিয়াপাড়া র্যাবে-৬ এর অফিসার লেফটেন্যান্ট মোঃ রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা কাশিয়ানী উপজেলাধীন পোনা বাস স্ট্যান্ড এলাকার সাজাইল বাজার গামি সংযোগ রোডে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবে-৬ অভিযান চালালে র্যাবে-৬ এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তিরা দৌড়ে পারলোনা চেষ্টা করে তখন র্যাব-৬ এর চৌকস অফিসার ও ফোর্স তাদের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের আইনি পক্রিয়ার মাধ্যমে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তাদের নামে কাশিয়ানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.