মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। গতাকাল মাদারীপুর আছমত আলী খান স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুরু করা হয়।এসময় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান।
জেলা প্রশাসক বলেন, খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা, ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সব অসামাজিক কর্মকাণ্ড হতে বিরত রাখাসহ প্রতিভাবান খেলোয়ারদের তৃণমূল হতে তুলে আনার লক্ষে এ টুর্নামেন্টের আয়োজন। তিনি ক্রীড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বছরব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, খেলোয়ার কোচসহ অন্যরা।
জানা যায়, মাদারীপুর পৌরসভা দল ও ৫টি উপজেলার অনুর্ধ্ব ১৭ বালক-বালিকা দলসহ মোট ১২টি দলের ২৪০ জন খেলোয়ার এতে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কালকিনি উপজেলা বালক দল বনাম ডাসার উপজেলা বালক দল।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.