শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাতার প্রলভন প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পুইশুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলাধীন ফুকরা ইউনিয়নের পাঙ্খারচর(উত্তর পাড়া) গ্রামের মৃত.আঃ রাজ্জাক মুন্সীর ছেলে জহিরুল ইসলাম ওরফে বকুল মাস্টার(৪২) এবং আঃ গফুর শেখের ছেলে বাদসা শেখ(৫০)।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা নিজেদের সাবেক ঢাকা ছাত্রলীগ নেতা দাবি করেন এবং কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের আত্মীয় পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা করে দেবার প্রতিশ্রুতি দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছিল। তখন হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেব-দুলাল বিশ্বাস ঘটনাটি জানতে পারেন এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে বিষয়টি জানালে তিনি তাদেরকে চিনেননা বলে জানান। তখন চেয়ারম্যান দেব-দুলাল বিশ্বাস তাদের আটক কর পুলিশে খবর দিলে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.