প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৮:১৬ পি.এম
মাদারীপুরে পরিবহন সংগঠনের কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা
মো. হাফিজুল শরিফ।।
মাদারীপুর জেলার ৫ টি পরিবহন সংগঠনের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্য সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (১৪ অক্টোবার) সন্ধ্যায় মাদারীপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাদারীপুর জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের হল রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে গত দুইদিন আগে ১২ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলন করে জানান, জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, থ্রি হুইলার, ইঞ্জিনয়ান চালিত ভ্যান, মাহিন্দ্র, নসিমন ও করিমন সহ সকল অবৈধ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাসহ সর্বমোট ৬ টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এছাড়া দাবি দাওয়া মেনে নেয়ার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টি কর্তৃপক্ষকে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দেওয়া হয়।
এ সময় তারা জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ইজিবাইক, থ্রি হুইলার, ইঞ্জিনয়ান চালিত ভ্যান,মাহিন্দ্র, নসিমন ও করিমন সহ সকল অবৈধ যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করাসহ সর্বমোট ৬ টি দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এই সময় তারা বলেন, সকল দাবি মেনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী ১৮ অক্টোবর ২০২৩ ইং বুধবার ভোর ৬টা হইতে সমগ্র মাদারীপুর জেলায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন কর্মবিরতি শুরু করা হবে।
এছাড়া কর্মবিরতি চলাচলকালিন সময়ে জনসাধারনের ভোগান্তির জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ি থাকবে। এবিষয় যথাযথ পদক্ষেপসহ প্রশাসনের আশ্বাসে শনিবার (১৪অক্টোবার) সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহার করে নেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে অংশ নেয় মাদারীপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি মো. ইউসুফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক মাতুব্বর, সাধারণ সম্পাদক মতিউর মাতুব্বর প্রমুখ।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.