আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান চেয়ারম্যান।
আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্র, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন, তৌফিকুল আমিন মন্ডল টিটু, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তা, জাহাঙ্গীর কবিরসহ অনেকে।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পূজামন্ডব সমূহের সভাপতি সাধারণ সম্পাদকগণসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬২ টি পুজামন্ডবে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.