মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।
জামালপুর সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মো. মিলনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
রবিবার (৮ অক্টোবর) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি শেখ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিলন সদর উপজেলা বিনন্দের পাড়া এলাকার মৃত শরীফ উদ্দিনের ছেলে।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১, স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান দুপুরে এক প্রেস রিলিজ মাধ্যমে জানান, জামালপুর সদর থানায় গত ২৬জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলা দায়ের পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়ায়। ঘটনার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করেন। এই তদন্তের প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন র্যাব সদস্যরা। পরে আসামি মিলনের অবস্থান নিশ্চিত হয়ে সদর উপজেলা নারিকেলী শেখের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, এ মামলার অন্যান্য আসাামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ, দিনমজুর স্বামীর স্ত্রী ধর্ষণের শিকার নারী (৩৫) গত ২৪জুন ধর্ষনের শিকার হয়। এ ঘটানার দুইদিন পর ধর্ষনের শিকার ওই নারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.