মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, এই দেশকে অন্ধকারে নিয়ে যেতে চায় বিএনপি, জামাতি, খুনি জিয়া মোস্তাকগন। আমরা সেটা হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বেই আমরা মনে করি, বাংলার মানুষ মনে করে, বিশ্ববাসী মনে করে, শেখ হাসিনা ৭৫রের ১৫ আগস্টের পরে সবচেয়ে জনপ্রিয় নেতা, জনপ্রিয় মানুষ, সৎ দক্ষ নেতৃত্ব, শক্তিমান জনপ্রিয় নেতা হলেন আমাদের দেশরন্ত শেখ হাসিনা। সুতরাং শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, তার হাতেই জনগণের অধিকার নিরাপদ। গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ভুইয়া কমিনিটি সেন্টারে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বদিউজ্জামান খান জামালের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি।
নাছিম আরও বলেন, শেখ হাসিনার হাতেই দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের, লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুতরাং আপনারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন, আমরা যেকোন মূল্যে দেশ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে প্রতিহত করবো এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়া পযন্ত আমরা সর্তক থাকবো। বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধি শীল দেশে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ’’
এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সাম্পাদক পাভেলুর রহমান শফিক খানসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.