মাদারীপুর প্রতিনিধি।।
স্থিতিশীল নগর অর্থনীতিতে প্রবৃদ্বি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহ চালিকাশক্তি প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে শেষ হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে, গণপূর্ত বিভাগের সহযোগিতায় ও মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরে আলম বাবু চৌধুরীসহ মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা প্রমুখ।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.