মৌলভীাজার সংবাদদাতা।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন ও চিত্রশিল্পী এস.এম. সুলতানের সস্মরণে ক্ষুদে শিক্ষার্থীদের চারুশিল্প ও কারুশিল্প প্রদর্শনী।
শুক্রবার সকাল ১০টায় শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২দিনব্যাপী চারুশিল্প ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল চারুনন্দন আর্ট স্কুলের এর আয়োজনে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার এর সঞ্চালনায় অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রায় শতাধিক খুদে শিল্পীদের কারু কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.