নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)।।
চট্টগ্রামের রাউজানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৩২) নামের এক প্রবাসী যুবক নিহত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের কমলারদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের সিরাজুল হকের পুত্র। পরিবারে চার ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট।
নিহতের প্রতিবেশী কাজী আবু বক্কর জানান, শাহ আলম বিগত ১ বছর পূর্বে তিনি বিবাহ করে প্রবাসে কর্মস্থলে ফিরে যান। কয়েক মাস পূর্বে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। শুক্রবার জুমার নামাজের পর বাইক নিয়ে ঘর থেকে বের হন। বিকেল পাঁচটার দিকে বাড়ী ফেরার পথে চট্টগ্রাম -কাপ্তাই সড়কের কমলার দীঘির পাড়ে শাহ আলমের বাইকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান শাহ আলম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.