হাফিজুল শরিফ, মাদারীপুর।
মাদারীপুর সড়ক দুর্ঘটনায় রাজ্জাক মোল্লা নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের কাজের মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা থেকে বরিশাল গামী বিএমএফ পরিবহন পথচারী রাজ্জাক মোল্লাকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার।
মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতীবাড়ি নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে বিএমএফ পরিবহনের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.