মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে র্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গ্রহকের লাখ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মিজানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংকের ভেতরে ও বাইরে বসে ছিনতাই কার্যক্রম চালানো আরও সাত জন সদস্য রয়েছে। আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম । গ্রেপ্তার মিজানুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি এলাকার আনসার আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গ্রাহকের টাকা ছিনতাই করতো একটি চক্রটি। র্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রথমে প্রাইভেটকারে তোলা হয় গ্রাহককে। পরে টাকা নিয়ে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কে গ্রাহককে ফেলে রাখে তারা টাকা ও মূল্যবান সম্পদ নিয়ে পালত। গত ১৩ আগস্ট রাজৈর উপজেলার ইশিবপুরের আল মুমিন মোল্লার কাছ থেকে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজৈর থানায় একটি মামলা হয়। এরপরেই তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় জেলার গোয়েন্দা পুলিশ এই চক্রের মুলহোতা মিজানুরকে চিহ্নিত করে। পরে মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দা এলাকায় নিজবাড়িতে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, আসামী বিভিন্ন মামলায় গ্রেপ্তারের জামিনে বেরিয়ে এসে আবারো সে একই কাজ করতো। তিনি নিজে একটি অপরাধ গ্যাংয়ের নিয়ন্ত্রক ছিল। তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ দেশের বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.