মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বিদেশী মদসহ নীলকন্ঠ মন্ডল(২৩) ও অলোক বিশ্বাস (২২ ) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার শ্রীনাথদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নীলকন্ঠ মন্ডল মাদারীপুর জেলার চৌহদ্দী গ্রামের নিল কমল মন্ডলের ছেলে এবং অলোক বিশ্বাস একই জেলার কলাগাছিয়া গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম মাদারীপুর সদর থানার শ্রীনাথদী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ বোতল বিদেশি মদ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । এই ঘটানায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.