৩ ঘণ্টা ১৭ মিনিটের দুর্দান্ত এক লড়াইয়ে দানিল মেদভেদেভকে ৬-৩,৭-৬,৬-৩ গেমে হারিয়ে এবারের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন সার্বিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো ইউএস ওপেন শিরোপা জিতলেন জোকোভিচ।
সবশেষ ইউএস ওপেনের ফাইনাল জোকার খেলেছিলেন ২০২১ সালে। সেখানে তাকে ইতিহাস রচনা থেকে বঞ্চিত করেছিলেন মেদভেদেভ। সেবার রুশ তারকা ম্যাচটি জিতেছিলেন সরাসরি সেটে।
দুই বছর জোকোভিচ যেন তারই প্রতিশোধ নিলেন তাও আবার সরাসরি সেটে ম্যাচ জিতে। ম্যাচের শুরুতেই হেসেখেলে প্রথম সেট জিতে নেন সার্বিয়ান কিংবদন্তি। তবে দ্বিতীয় সেটে আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখে অন্যরকম এক ম্যাচ।
১ ঘণ্টা ৪৫ মিনিটের রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ট্রাইব্রেকারে ৭-৫ পয়েন্টের ব্যবধানে ৭-৬ গেমে দ্বিতীয় সেট জিতেন জোকোভিচ। মেদভেদেভের চ্যালেঞ্জ টপকে তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে ইতিহাস রচনা করেন জোকার।
এই জয়ে এক বছরে চতুর্থবারের মতো তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ। সেই সঙ্গে ইতিহাসের এক মাত্র খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের নামে করলেন তিনি।