আশরাফুর রহমান:
মাদারীপুরের কালকিনিতে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াকান্দি এলাকা থেকে র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্বশুক জ্যোতির্ময় সেবাশ্রমের সভাপতি লক্ষণ চন্দ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার, কালকিনি পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশলয় হালদার, কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন, কালকিনি পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পলাশ মন্ডল, চর কাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনাতন সরকার সহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.