মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা। গতকাল কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মুরাদের সভাপতিত্বে ও সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বেপারীর সঞ্চালনায় এসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2024 Livenews24. All rights reserved.