আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মোত্তালিব মুন্সি (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
সূত্রে প্রকাশ,২৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর শহরের মহেশপুর কাঁচা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোত্তালিব মুন্সীর অপর দুই ভাই মোবাইদুল মুন্সি (৪০) ও আরিফ মুন্সি (২৮) আহত হয়েছে। নিহত ও আহত দুই ভাই হলেন, মহেশপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে। আহত দুই ভাইকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর পক্ষে আহত হয়েছেন একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল হান্নান (৫০), আব্দুল মান্নান (৪৭),একরামুল হক (৪২ )ও রিশাদ (১৭)। এদের মধ্যে ৩ জনকে পুলিশ হেফাজতে ও ১জনকে বাহিরে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান,মহেশপুর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে আধা শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান গং-দের সাথে ও আনোয়ার গং-দের বিরোধ চলে আসছিল।
এরই ধারাহিকতায় ২৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিরোধীয় জমিতে নির্মাণ কাজ করতে যান আব্দুল মান্নান। এতে আনোয়ার মুন্সীর ছেলে মোত্তালিবসহ তার ভাইয়েরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষ আব্দুল মান্নান গং-দের এলোপাথাড়ি মার ডাং,লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান মোত্তালিব মুন্সী (৪২)।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নান তাঁর স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.