মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে অতিরিক্ত দামে পণ্য(ডিম) বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ৫টি দোকানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জাতীয় ভোক্তা অধিকারের অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের কুলপদ্দি চৌরাস্তা, পাকা মসজিদ, খোয়াজপুর, বিদ্যাবাগীশ বাজারের ৫ টি মুদি দোকানে অভিযান পরিচালানা করে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
এসময় বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকায় মুস্তাকিন স্টোরের মালিক সোহেল হাসানকে ২হাজার টাকা, সলেমান স্টোরের মালিক নিলীমা বেগমকে ৫০০ টাকা, লিটন স্টোরের মালিক লিটন হোসেনকে ২হাজার টাকা, সততা স্টোরের মালিক আমিনুল ইসলামকে ২হাজারা টাকা, ও নূর আফ্রিদি স্টোরের মালিক নূর আফ্রিদিকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, বেশি দামে পণ্য (ডিম) বিক্রি করায় ৫টি দোকানের মালিককে ৮হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে আমাদের এ অভিযান সব সময় চলমান থাকবে।
ln24bd
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.