মাদারীপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে। গতকাল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরপরে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পৌরসভার মধ্যে অবস্থিত প্রতিটি মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থণার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা ও পরিচালনা করে সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এছাড়া মাদারীপুর জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ সরকারী-বেসরকারী নানা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াসসহ নেতরা।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.