মাদারীপুর প্রতিনিধি।।
অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদনের দায়ে পদ্মা সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিকের কাছ থেকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মাদারীপুরের জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের পদ্মা সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মস্তফাপুর পদ্মা সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে অবৈধ প্রক্রিয়ায় খাবার উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় আমাদের জাতীয় ভোক্তা অধিকাংশ সংরক্ষণ পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান পরিচালনা করে পদ্মা সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. মিরাজের কাজ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং তাদেরকে সতর্ক করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.