ঝিনাইদহ সংবাদদাতা।।
ঝিনাইদহে নসিমন নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ২ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া আব্দালপুর গ্রামের হাসমত আলী ও ঝাউদিয়া গ্রামের মিনা হোসেন। শৈলকুপা থানার এসআই রফিকুল ইসলাম জানান, কাঁচামাল ব্যবসায়ী ওই দুই জন দুপুরে আব্দালপুর থেকে সবজি নিয়ে ঝিনাইদহে আসছিল। পথে ঘটনস্থলে পৌঁছালে নসিমনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.