
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন,
বিভিন্ন দেশে গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেভাবেই আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনে সবাইকে আমরা আহ্বান জানাবো নির্বাচনে আসুন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, এই নিশ্চয়তা বিধান করা যাবে না যে বিএনপি জিতবে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তাহলে বিএনপি আহাম্মকের স্বর্গে বাস করছে।
আজ সকালে মাদারীপুর শকুনি লেকের স্বাধীনতা অঙ্গনে বৃক্ষরোপন অভিযান ও ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার
র্যালী ও উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি লক্ষ্য নিয়ে
মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) নজরুল ইসলামের সভাপতিত্বে
আরো উপস্থিত ছিলেন ফরিদপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া, সিভিল সার্জন মোহাম্মদ মুনীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অলিউল, মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দসহ জেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.