মাদারীপুর প্রতিনিধি।।
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই লক্ষ নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। এই উপলক্ষে মাদারীপুর জোনের ( মাদারীপুর, শরীয়তপুর,গোপালগঞ্জ) ৬০লক্ষ বনজ, ফলজ ও ঔষধি গাছ গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। ইতি মধ্যে মস্তফাপুর গ্রামীণ ব্যাংক ২৬হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলার মস্তফাপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের মাদরীপুর জোনের জোনাল ম্যানেজার আব্দুল মান্নান।
গ্রামীণ ব্যাংকের মস্তফাপুর শাখার শাখা ব্যাবস্থাপক দীপক কুমার দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জোনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, প্রশাসনিক কর্মকর্তা তাহেরুল ইসলাম, মাদারীপুর অডিড অফিসের কর্মকর্তা মো. জহিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদরীপুর জোনের জোনাল ম্যানেজার আব্দুল মান্নান বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর একেএম সাইফুল মজিদ, ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন স্যারের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপন শুরু করা হয়েছে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে আমার জোনে লক্ষমাত্রার চেয়ে বেশী বৃক্ষরোপন করতে পারবো। আমরা বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করবো কয়েক কোটি,দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.