অনলাইন ডেস্ক।।
দেশের ১১ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তাদের জায়গায় নতুন এসপি দেওয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।
যেসব জেলায় নতুন এসপি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে– ঝিনাইদহ, মৌলভীবাজার, বান্দরবান, নাটোর, রাজশাহী, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, রাজবাড়ী, বাগেরহাট, লক্ষ্মীপুর এবং জামালপুর।
আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। পাশাপাশি পৃথক একটি প্রজ্ঞাপনে আরও ১৩ এসপিকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.