অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেন। অন্যদিকে, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
মঙ্গলবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
চুক্তিতে এক বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হোসেনকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
এর আগে গত ৩ জুলাই শফিকুর রেজা বিশ্বাসকে সেতু বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছিল। আজ ওই আদেশটি বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.