সারাদেশে একযোগে ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। কোভিড-১৯ বিশেষ টিকাদান ক্যাম্পেইনে করোনা থেকে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিকরা ৩য় এবং ৪র্থ ডোজ নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস পূর্বে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ টিকা দেওয়া হবে।ন করা হবে। বিশেষ করে সম্মুখসারীর যোদ্ধা, ষাটোর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবর্তী নারীদের এই ক্যাম্পেইনে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও চলমান কোভিড-১৯ টিকা কার্যক্রম হিসেবে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিক যারা এখনও ১ম ও ২য় ডোজ নেননি তারা টিকা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ টিকা নেননি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে টিকা দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.