জামালপুর সংবাদদাতা।।
জামালপুরের ইসলামপুরে বাড়ির আঙিনায় আটকে যাওয়া পানি নিষ্কাশন নিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন, মামলার প্রধান আসামি মো. আরিফ মিয়া (৩০) ও মো. বাচ্চু শেখ ওরফে বাচ্চা মিয়া (৫৫)।
রবিবার (২ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে ১১টার মধ্যে র্যাবের অভিযানে উপজেলার উলিয়াঘাট চৌরাস্তা হতে আরিফ মিয়াকে এবং ঢেঙ্গারগর এলাকা হতে বাচ্চু শেখকে আটক করা হয়। আটককৃতদের ইসলামপুর থানায় সোর্পদ করা হয়েছে।
নিহত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী পার্থশী ইউনিয়নের রুহেরকান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে।
রবিবার (২ জুলাই) রাতে ই-মেইলে র্যাব-১৪'র ভারপ্রাপ্ত কোম্পানি কমাণ্ডার এম.এম. সবুজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, শনিবার (১ জুলাই) দুপুর আড়াইটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই তাঁর ছেলে মো. আব্দুল্লাহ আল মাহমুদ (৩৬) বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ড সংঘটিত হবার পর আসামিরা আত্মগোপনে চলে যান। হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। পরবর্তীতে ভোর সাড়ে ৪ টার দিকে মামলার প্রধান আসামি আরিফ মিয়াসহ দুই আসামিকে আটক করা হয়। আটককৃতদের ইসলামপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.