জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে বজ্রপাতে মোফাজ্জ্বল শেখ ও আব্দুল খালেক নামে দুই জন মারা গেছে।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদরের হাটচন্দ্রা ও বানিয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বিকাল সাড়ে ৪টার সময় হাটচন্দ্রা মধ্যপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় মোফাজ্জ্বল শেখ। এসময় বজ্রপাত হলে মেফাজ্জ্বল শেখসহ তার দুইটি গরুর মৃত্যু হয়।
একই সময় বৃষ্টি চলাকালীন বানিয়াবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নামে আব্দুল খালেক নামে একজন মাছ ব্যবসায়ী। এসময় বজ্রপাত হলে সেখানেই মারা যান তিনি।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.