কুড়িগ্রাম সংবাদদাতা।।
কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা পরোয়ানাভুক্ত, সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার আসামি।
সোমবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ১০ জন, সিআর ওয়ারেন্টে ৭ জন, ১৫১ ধারায় একজন, নিয়মিত মামলায় ছয়জন, আগের মামলায় একজনসহ ২৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। টেকসই নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষা ও অপরাধ নির্মূলে জেলা পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.