জামালপুর সংবাদদাতা।।
জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামী বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তার দেয়া জবানবন্দি রেকর্ড করেছেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। পরে ওই আদালতের বিচারক তানভীর আহমেদ আসামী বাবুর ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে সাড়ে ৬টার দিকে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
এর আগে বিভিন্ন মেয়াদে দুই দফায় রিমান্ডে থাকা ১২জন আসামীকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদের মধ্যে মনিরুজ্জামান মনির (৩৫) ও রেজাউল ইসলাম (২৬) নামে দুই আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছিল।
সর্বশেষ শুক্রবার সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কিন্তু রহস্যজনক কারনে এখনও গ্রেফতার হয়নি মামলার অন্যতম আসামি বরখাস্ত চেয়ারম্যানপুত্র বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল রিফাত।
জেলা ডিবি পুলিশের (ওসি) আরমান আলী জানান, 'সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়। আদালত তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2025 Livenews24. All rights reserved.